কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলম করোনায় আক্রান্ত

এমপি আলহাজ্ব জাফর আলম করোনা আক্রান্ত
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি আলহাজ্ব জাফর আলম করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) কক্সবাজার মেডিক্যাল কলেজের রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন এমপি জাফর আলমের ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী। তিনি জানান সংসদে যোগ দিতে হলে কোভিড-১৯ রিপোর্ট জমা দিতে হয়। এজন্য তিনি করোনা টেষ্ট করার জন্য বৃহস্পতিবার স্যাম্পল জমা দেন। শুক্রবার সাংসদ জাফর আলমের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী বলেন, ‘রিপোর্টে করোনা পজিটিভ আসলেও শারিরিকভাবে তিনি সুস্থ আছেন। শরীরে তেমন কোন করোনার উপসর্গ দেখা দেয়নি। সাংসদ জাফর আলম সুস্থতার জন্য চকরিয়া-পেকুয়াবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।