EKATTOR24.NETEKATTOR24.NET
  প্রকাশিত হয়েছেঃ  12:00 AM, 02 December 2020

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চকরিয়ায় সিএনজি শ্রমিক সংঘঠনের নামে চাঁদা আদায় বন্ধে ও হামলা থেকে রেহায় পেতে শ্রমিকদের সংবাদ সম্মেলন” শীর্ষক প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদের সাথে বাস্তবতার কোন মিলনাই। মুল ঘটনা হল; চকরিয়া উপজেলার বরতইলি নতুন রাস্তার মাথা এলাকায় টমটম ইজিবাইক চালক জাহেদুল ইসলামের সাথে ফল ব্যবসায়ী শাহাজানের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার সাথে সিএনজি শ্রমিক সংঘঠনের সাধারণ সম্পাদক শামিমসহ কেউ জড়িত নাই। এমনকি টমটমের সমিতির নাম দিয়ে তারা অবৈধ চাঁদা আদায় করে যাচ্ছে মৃত রহিমুল্লার ছেলে আজিজুল হক নামে এক ব্যক্তি। তাই প্রকাশিত উক্ত মিথ্যা সংবাদ নিয়ে প্রশাসন সহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত আহবান জানাচ্ছি এবং সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী- করিম, রফিক, মাহবুব, কাদের ও শামীমসহ সিএনজি শ্রমিক সংঘঠন সদস্যবৃন্দ।
বরইতলী নতুন রাস্তার মাথা, পেকুয়া-মগনামা, টংটং-বারবাকিয়া সড়ক সিএনজি -শ্রমিক সমিতি।

আপনার মতামত লিখুন :