নিয়ন্ত্রণে কাজ করছে ১৩ ইউনিট রাজধানীতে লাইটের গোডাউনে আগুন

রাজধানীর মাতুয়াইলের কোণাপাড়ায় একটি লাইটের গোডাউনে আগুন লেগেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কোনাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, কোনাপাড়া মাতুয়াইলের ১০তলা পাশা টাওয়ারের ষষ্ঠতলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছুই জানাননি তিনি।