চকরিয়া নতুন রাস্তার মাথায় সৌদিয়া ডাম্পার মুখেমুখি সংঘর্ষ নিহত-২ আহত-১০

।।নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের সকাল সাড়ে সাতটায় বান্দরবান লামা উপজেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সৌদিয়া চেয়ার কোচ চকরিয়া বরইতলী নতুন রাস্তার মাথা নামক স্থানে পৌঁছলে মাটি ভর্তি (ডাম্পার) মিনি ট্রাক বিপরীত থেকে আসা সৌদিয়া সাথে মুখেমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত হয়। এসময় আরো ১০জন গুরুতর আহত হয়েছে। ০১ (জানুয়ারী) শক্রুবার সকাল নয়টার এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হল মোহাম্মদ মানিক (৩২) পিতা-শফিকুল আব্বাস, মো: বাবু (৩৫) পিতা-শাহাব উদ্দিন, উভয় সাং পেকুয়া সদর ৮নং ওয়ার্ড পেকুয়া, কক্সবাজার।
গুরুতর আহতরা অতুল বড়ূয়া (২২), নিশীথ বড়ুয়া (১৮) হেলাসিং মারমা (২৪), তফুরা খাতুন (৭০) উভয় জেলা উপজেলা, লামা বান্দরবান। বাকী ছয়জনের পরিচয় পাওয়া যায়নি।
নিহতদের লাশ উদ্ধার করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাড়িঁতে আনা হয়েছে। আহতদের উদ্ধার করে চকরিয়া ও কক্সবাজারে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে গাড়ী দুটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে।