খুরুশকুলে গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

।। নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের সদরের খুরুশকুলে শুরু হয়েছে গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের। শুক্রবার বিকেলে খুরুশকুল উত্তর মেহেদীপাড়া মাঠে বৃহত্তর মেহেদী পাড়া গোন্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরুন সমাজকর্মী আনোয়ার হোছেনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জসিম। উদ্বোধক ছিলেন কক্সবাজার পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ পারভেজ আজাদ।
বিশেষ অতিথি ছিলেন-জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শাহজাহান ছিদ্দিকী, খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এডভোকেট সাইফুল্লাহ নুর। উপস্থিত ছিলেন-খুরুশকুল লামাজি পাড়ার সমাজকর্মী নবিউল হক এনাম, খুরুশকুল ইউনিয়ন যুবদলেল সদস্য সচিব ফরিদুল আলম ফরিদ, জয়নাল আবেদীন, মোঃ আমিন, আল আরাফাত প্রমুখ।
এতে বক্তারা বলেন-মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই সবাইকে খেলাধুলার প্রতি মননিবেশ করতে হবে। এতে করেই একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় মনুপাড়া ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে মেহেদীপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন পরিমল দে ভুট্টো ও মোঃ ইদ্রিস।