আলীকদম ফুটবল একাডেমির যাত্রা শুরু

ইমতিয়াজ বাবু।। আলীকদম (বান্দরবান)
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় ফুটবল একাডেমি নামে একটি দীর্ঘ মেয়াদি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। (২৬নভেম্বর) বৃহস্পতিবার বিকাল ৩টায় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পতাকা উত্তোলন ও প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলীকদম ফুটবল একাডেমীর সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে, সমাজের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। শরীর গঠনের খেলাধুলার বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দীন,আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া,৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা,আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দীন, একাডেমির উপদেষ্টা সহ প্রমুখ।